ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ৬৬


ডেস্ক নিউজ | Published: 2025-04-09 10:41:31 BdST | Updated: 2025-04-27 10:28:26 BdST

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোয় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল ‘জেট সেট’ নামের নাইট ক্লাবটির ছাদ আকস্মিক ধসে পড়ে। ঘটনার পরপরই প্রায় ৪০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছুটে যান। তারা নিহতদের উদ্ধার করেছেন এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষর্দীরা জানিয়েছেন, নাইট ক্লাবটির মঞ্চে গান গাইছিলেন ডোমিনিকান রিপাবলিকের জনপ্রিয় সংগীত শিল্পী রুবি পেরেজ। তখন হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে যায় এবং ছাদ ধসে পড়ার বিকট শব্দ শোনা যায়।

পেরেজের ব্যবস্থাপক এনরিক পাউলিনো বলেন, হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে।’

দুর্ঘটনার সময় ক্লাবটিতে ৫০০ থেকে ১ হাজারের মতো মানুষ ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজও রয়েছেন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

ডোমিনিকান প্রজাতন্ত্রের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (সিওই) পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ বলেন, এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখনো উদ্ধারকাজ চলছে।

বিজ্ঞাপন

মেন্ডিজ আরও বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত উদ্ধারকাজ চলবে।