এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন


টাইমস প্রতিবেদক | Published: 2018-10-05 22:46:47 BdST | Updated: 2024-07-05 08:59:30 BdST

স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (০৫ অক্টোবর) সকাল ১০টায় একযোগে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে বেলা ১১টা পর্যন্ত।

মোট ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে ঢাকাসহ সারাদেশে মোট ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুর ৮১৪টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলমান এ পরীক্ষায় মোট ৬৫ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গত বছর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮২ হাজার ২৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের সূত্র অনুসারে দেশে বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে আসন চার হাজার ৭৮ জন ও বেসরকারি ৬৯টি কলেজে আসন ৬ হাজার ২৫টি।

সূত্র জানায়, এবার এমবিবিএস কোর্সে ১০০ নম্বরের পরীক্ষা (পাস নম্বর ৪০) ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। এ ছাড়া দ্বিতীয়বার পরীক্ষা দেয়া ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রাপ্ত মোট নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর কেটে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এনএইচ/ ০৫ অক্টোবর ২০১৮