বুয়েটের ভর্তি পরীক্ষা রোববারে


টাইমস অনলাইনঃ | Published: 2018-10-06 07:10:57 BdST | Updated: 2024-07-05 10:11:29 BdST

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সকাল ৭টা থেকে ৮ টার মধ্যে বুয়েট ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে । শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রবেশপত্র এবং বলপেন/পেন্সিল, অনুমোদিত মডেলের ক্যালকুলেটর সঙ্গে নিতে পারবে (বিস্তারিত প্রসপেক্টাস রয়েছে )। মোবাইল ফোন/ওয়াচ ফোন বা কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না।

যানবাহন চলাচলে নির্দেশিকা: ভর্তি পরীক্ষা উপলক্ষে বুয়েট সংলগ্ন রাস্তাসমূহে সকাল ৬ টা হতে দুপুর ১ টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট এলাকার সড়ক ব্যবহারকারীদের এই বিষয়ে সচেতন থাকতে অনুরোধ করা হয়।

বিশেষ করে আজিমপুর-লালবাগ এলাকা হতে সচিবালয়/মতিঝিলগামী যানবাহনসমূহ সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পলাশী-জগন্নাথ হল এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।