ঢাবির ‘খ’ ইউনিটের ভাইভা শুরুর সময়সূচী প্রকাশ


ঢাবি টাইমস | Published: 2018-10-17 06:53:44 BdST | Updated: 2024-07-05 09:06:21 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিট-এর অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির সাক্ষাৎকার সময়সূচী প্রকাশ করা হয়েছে। ২১শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত এই ভাইভা চলবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

 ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর কলা অনুষদের (খ ইউনিট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৪ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ১৪ শতাংশ। ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩৩ হাজার ৮৯৭ ৷

 

সূচী 

পাশকৃত শিক্ষার্থীদের ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ১০ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে হয়েছে। 

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।