রাবিতেও ভর্তিচ্ছুদের সহায়তায় থাকছে 'সিলসা'


রাবি টাইমস | Published: 2018-10-22 06:03:26 BdST | Updated: 2024-07-05 10:00:29 BdST

ফখরুল ইসলাম কল্পঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের পরিক্ষার হল চেনানো, আসন খুঁজে দেয়া সহ সকল ধরনের সহায়তায় মাঠে থাকবে সেচ্ছাসেবী সংঘটন 'সিলসা'। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে হেল্প বুথ। পুরো ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সিলসার রাবি উইং এর সেচ্ছাসেবীরা। পরীক্ষা দিতে রাবিতে আসা যে কেউ প্রয়োজনে সিলসার সাহায্য নিতে পারবে।

সিলসা রাজশাহী বিশ্ববিদ্যালয় এর প্রেসিডেন্ট আলিফ জামান জানান, ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি, রবীন্দ্র ভবন, জুবেরি ভবন, ১ম, ২য়, ৩য় ও ৪র্থ সাইন্স বিল্ডিং সহ বিভিন্ন পয়েন্টে সিলসার সেচ্ছাসেবীরা অবস্থান নেবে।

Secondary And Intermediate Level Students' Welfare Association সংক্ষেপে SILSWA(সিলসা) পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষার্থীদের সম্মিলিত একটি সংগঠন; যার মাধ্যমে স্বেচ্ছায় উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, বিভিন্ন তথ্য এবং সুনির্দিষ্ট গাইডলাইন সরবরাহ করে থাকে। অনলাইনে প্রায় পাঁচলাখ শিক্ষার্থী সিলসার মাধ্যমে উপকৃত হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টিউটোরিয়াল ক্লাস, ঢাবির প্রশ্নের আদলে মডেল টেস্ট, বিভিন্ন জটিল টপিক সহজ ভাষায় পোস্টের মাধ্যমে উপস্থাপনসহ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে আসছে সিলসা। ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাড়াও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কার্যক্রম চলতে থাকে বছরব্যাপি।

সিলসার প্রেসিডেন্ট মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রিফাত হাসান চৌধুরীর সাথে কথা বলে জানা যায় সিলসা নিয়ে তার স্বপ্নের কথা। যারা টাকার অভাবে কোচিং করতে পারে না, বা কোচিং করেও সঠিক গাইডলাইন পায় না, তাদের স্বপ্ন পুরোনে সহায়তা করতে চায় সিলসা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শহুরে, ধনীপরিবারের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকুক; এমনটাই প্রত্যাশা সিলসা প্রেসিডেন্টের।