আমি বলায় মহাভারত অশুদ্ধ, এখন তো ট্রাম্পও বলেছে: হাজারি


Dhaka | Published: 2020-04-25 05:25:09 BdST | Updated: 2024-05-08 02:52:03 BdST

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ফুসফুস কেটে বের করে তা স্যানিটাইজার বা সাবানে ধুয়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল হাজারি। অনেকটা তার মতো করেই করোনা চিকিৎসার ফর্মুলা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ইনজেকশনের মাধ্যমে জীবাণুনাশক যেভাবে শরীরে ঢোকানো হয়, একইভাবে সূর্যালোক বা কোনো শক্তিশালী আলো ঢুকিয়ে কভিড-১৯ ভাইরাসকে মেরে ফেলা যাবে, এমন ফর্মুলা দিয়েছেন ট্রাম্প।

আর এ বিষয়টি উল্লেখ করে শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে জয়নাল হাজারী লেখেন, 'আমি বলাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেল এখনতো ট্রাম্প ও বলেছে কীটনাশক দিয়ে ফুসফুস পরিষ্কার করার জন্য।

৯ এপ্রিল ফেইসবুক পেজে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী করোনা সংক্রমণে মৃত্যু এড়াতে ফুসফুস কেটে বের করে স্যানিটাইজার বা অ্যালকোহলে বা সাবান পানিতে তা ধুয়ে নেয়া যায় কি না তা ভেবে দেখতে বলেন চিকিৎসকদের।