
মার্চ মাসে ৪২৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ বেশি। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইপিবির হিসেবে, গত বছরের মার্চে রপ্তানি হয়েছিল ৩৮১ কোটি ডলারের পণ্য। এ বছরে তা বেড়ে হয়েছে ৪২৪ কোটি ডলার।
ইপিবির তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে মোট রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৭১৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৩ শতাংশ বেশি।
এদিকে শুধু মার্চে পোশাক খাতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৪৫ কোটি ডলার, যা গত বছরের একই সময় ছিল ৩০৭ কোটি ডলার।
ঈদের ছুটির কারণে মার্চ মাসে কিছু পণ্য আগেই পাঠানো হয়েছিল। যার প্রভাবে পোশাক রপ্তানি বেড়েছে বলে মনে করেন পোশাক খাতের রপ্তানিকারকরা।