খরতাপে পুড়ছে সারা দেশ, বৃষ্টি কবে


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-11 10:51:38 BdST | Updated: 2025-05-29 13:16:00 BdST

গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অন্তত ৬০ জেলায় বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গতকাল শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের সর্বোচ্চ। আর ঢাকায় তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি।

এদিকে আজ রোববার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে সারা দেশে অপেক্ষা করতে হবে পুরো সপ্তাহ।

বিজ্ঞাপন

তপ্ত সূর্যের আগ্রাসী রূপে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তীব্র তাপপ্রবাহে হাসফাঁস অবস্থা সবার। গ্রীষ্মের এমন খরতাপের মধ্যেই ঘাম ঝরিয়ে জীবিকার তাগিদে ছুটে চলেছেন নগরবাসী। তারা বলছেন, অসহনীয় গরমে কাজের খোঁজে, পেটের তাগিদে ঘর থেকে বের হয়ে ভোগান্তির শেষ নেই।

আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, তাপমাত্রার পারদ প্রতিদিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড। শনিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রার পারদ ছুয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে গরম অনুভূত হচ্ছে আরও বেশি। এ অবস্থা থাকবে আরও দুয়েকদিন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আর্দ্রতা বেশি থাকায় এমন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কিছুটা স্বস্তির খবরও দিচ্ছে আবহাওয়া অফিস। সোমবার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে সেসব এলাকায় নেমে আসবে তাপমাত্রা। তবে সারা দেশের তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে এক সপ্তাহ।

এদিকে মে মাস ঘূর্ণিঝড়প্রবণ হলেও আগামী ১০ দিনে তেমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন