শুভ বুদ্ধপূর্ণিমা আজ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-11 11:07:20 BdST | Updated: 2025-05-29 13:44:14 BdST

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করছেন বৌদ্ধ সম্প্রদায়।

দিনজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে থাকছে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। এ ছাড়া মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় করা হবে বিশেষ প্রার্থনা।

বিজ্ঞাপন

বৌদ্ধধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে আজকের দিনে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেওয়া হয় বুদ্ধপূর্ণিমা।

বুদ্ধের মূল জীবনদর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি।