ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংশোধন


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-11 18:43:53 BdST | Updated: 2025-05-29 09:20:15 BdST

সন্ত্রাসবাদে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই সংশোধনী অধ্যাদেশটি আগামীকাল সোমবার জারি করা হতে পারে।

বৈঠকে উত্থাপিত সারসংক্ষেপে বলা হয়েছে, ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং দোষীদের যথাযথ শাস্তির বিধানের লক্ষ্য নিয়ে। ওই আইনের আওতায় যুক্তিসংগত কারণ দেখিয়ে সরকার গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সন্ত্রাসে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত বা নিষিদ্ধ করতে পারে। তবে বিদ্যমান আইনে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান নেই। এই ঘাটতি পূরণে সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

সারসংক্ষেপে আরও বলা হয়, প্রস্তাবিত সংশোধনীতে সন্ত্রাসে জড়িত প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাস সংশ্লিষ্ট প্রচার-প্রচারণা ঠেকাতে নতুন বিধান যুক্ত করা হয়েছে।