ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | Published: 2025-05-11 23:19:44 BdST | Updated: 2025-05-29 08:10:32 BdST

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ রোববার দুপুর সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এসব ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের বরাতে জানা গেছে, নাসিরনগর উপজেলার টেকানগর গ্রামে বিকেল সাড়ে তিনটার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে মারা যান আবদুর রাজ্জাক মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। বিকেল চারটার দিকে একই উপজেলার গোকর্ণ গ্রামে বজ্রপাতে মারা যান কৃষক শাসুল হুদা (৫৯)।

বিজ্ঞাপন

এছাড়া, চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে খেলাধুলার সময় বজ্রপাতে আহত হয় আট বছর বয়সী জাকিয়া বেগম। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। জাকিয়া ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা হলেও কচুয়া গ্রামে চাচার বাড়িতে বেড়াতে এসেছিল।

নাসিরনগরের বজ্রপাতে আরও অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে হালিমা বেগম (৩৮) গুরুতর দগ্ধ অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বজ্রপাতের কারণে কিছু সময়ের জন্য পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, পরে শুধু উপজেলা সদরে বিদ্যুৎ ফিরে আসে।

নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিন বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

একই দিন বিকেলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে বজ্রপাতে সেলিম মিয়া (৬০) এবং বনগজ গ্রামের জাকির খাঁ (২২) মারা যান। একই সঙ্গে বনগজ গ্রামে বজ্রপাতে দুটি গরুরও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।