সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-12 19:32:52 BdST | Updated: 2025-05-29 05:27:01 BdST

সুন্দরবনের সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ এর ক্ষমতাবলে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চতুর্দিকে বিস্তৃত ১০ কিলোমিটার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-এর মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করা হল।’

বিজ্ঞাপন

এক্ষেত্রে আরও বলা হয়, ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার আলোকে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা যাবে।’