
রাজধানীর মতিঝিলের নটরডেম কলেজের একটি ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। কলেজের ফাদারটিম ভবনে আজ সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে বিকেলের দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধ্রুবব্রত দাস চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার দেওয়ার কথা ছিল। তিনি গাইবান্ধা সদরের মধ্যপাড়া এলাকার বানী ব্রত দাসের ছেলে। টিকাটুলির একটি বাসায় ভাড়া থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।