
রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বাকি দুজনও তাঁর পরিবারের সদস্য। মোটরসাইকেলে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তাঁরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তাঁর স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। তাঁরা মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তাঁর ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, দুঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে। পরে পরিবারের পক্ষ থেকে মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।