
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে ভাগ করেছে সরকার। এনবিআর দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী চেয়ে আগামী ৩ দিন ১০-১টা পর্যন্ত এনবিআরের সকল দপ্তরে কলম বিরতির ঘোষণা দিয়েছে সব স্তরের কর্মকর্তা–কর্মচারীরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনের সামনে কাস্টমস-ভ্যাট ও আয়কর কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করা হয়, আগামী ৩ দিন ১০-১টা পর্যন্ত এনবিআরের সকল দপ্তরের সকল স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়। তবে, চালু থাকবে আমদানি, রপ্তানি ও বাজেট কার্যক্রম।
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে ভাগ করে সোমবার রাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করে সরকার।
এতে বলা হয়, সংস্কারের অংশ হিসেবে এনবিআর দুই ভাগ করা হয়েছে। রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে আয়কর, কাস্টমস, ভ্যাট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, প্রশাসন, অডিট, আইন বিষয়ক কাজে অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে।
অধ্যাদেশে বলা হয়, রাজস্ব আদায়ে অভিজ্ঞ কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন পদে আয়কর ও শুল্ক ক্যাডারের সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে।
এর আগে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
এনবিআর বিলুপ্তিকরণের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খসড়া অধ্যাদেশ গেজেট আকারে জারি হতে পারে, এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বোর্ডে জড়ো হতে থাকেন কাস্টমস-ভ্যাট ও আয়কর কর্মকর্তারা।
বিক্ষুব্ধরা বলেন, অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশের গেজেট। এ অবস্থায় বৃহৎ কর্মসূচি দেওয়ার ইঙ্গিতও দেন তারা।