
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশনের পাশাপাশি ঢাকা-কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা হেঁটেই পার হন সড়কটি।
পূর্ব ঘোষণা অনুযায়ী আল্টিমেটামের ২৪ ঘণ্টা পেড়িয়ে গেলে আজ মঙ্গলবার বিকেল ৫টায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে আমরণ অনশনে বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে তাঁরা অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও স্যালাইন দেয়।
এর আগে গতকাল সোমবার রাত ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একটি অংশও অবস্থান নেয়।
আন্দোলনকারীরা বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। বারবার তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন। উপাচার্যকে অবহিত না দেওয়া হলে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে থাকবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে গত ৪ মে থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।