রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-13 20:00:05 BdST | Updated: 2025-05-28 18:42:01 BdST

রাজধানীর মতিঝিলের আরামবাগ টি অ্যান্ড টি কলেজের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ মোমিন (২০) নামের এক যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তাঁর বন্ধু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধু মো. মোহাম্মদ রাকিব মিয়া জানান, মতিঝিলের আরামবাগ টি অ্যান্ড টি কলেজের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর বন্ধুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে তাঁরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন জামান বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এসআই আরও বলেন, ‘নিহত ওই যুবককে মো. রাকিব নামের এক ব্যক্তি বন্ধু পরিচয় দিয়ে নিহত মোমিন মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রেখে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি নিহত ওই যুবক আরামবাগের একটি দোকানের কর্মচারী ছিল। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’