
জাতীয় ঐকমত্য কমিশন সবার মতের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যা আগামী দিনে বাংলাদেশের অগ্রযাত্রার রূপরেখা নির্ধারণ করবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর সংসদ ভবনে অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে দ্য কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জনাথন স্টোনস্ট্রিট বৈঠক করেন। ওই সময় উপস্থিত ছিলেন কার্টার সেন্টারের অ্যাসোসিয়েট ডিরেক্টর সাইরাহ জাইদি এবং লোক্যাল অ্যাসিস্ট্যান্ট বিশেষজ্ঞ কাজী শহিদুল ইসলাম।
বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ জানান, সংস্কার প্রক্রিয়ায় গঠিত পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট আকারে পাঠানো হয়েছে, যাতে তারা সুনির্দিষ্ট মতামত দিতে পারে। ইতিমধ্যে বিভিন্ন দলের মতামত পাওয়া গেছে এবং তা বিবেচনায় নিয়ে ৩২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে কমিশন। খুব শিগগিরই দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে।
তিনি বলেন, কমিশন এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায়, যাতে দেশের ভবিষ্যৎ কাঠামো ও লক্ষ্য নির্ধারিত থাকবে। এই সনদ গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা বাড়ানো এবং স্বাধীন বিচারব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। এতে করে নাগরিক অধিকার সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে বলেও তিনি উল্লেখ করেন।