জিপিএ-৫ পেলো ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী


টাইমস প্রতিবেদক | Published: 2018-05-06 17:31:09 BdST | Updated: 2025-03-17 08:18:06 BdST

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৭। গতবছরের তুলনায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

রোববার (০৬ মে) সকালে গণভবনে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১০ হাজার ৬২৯জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ জন এবং ৫৪ হাজার ৯২৮ জন ছাত্রী। গতবছর ১০ বোর্ডে জিপিএ-৫ এর এ সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হচ্ছে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

এরপর বেলা দুইটায় শিক্ষা-প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মোবাইলে মেসেজ পাঠিয়ে ফল জানা যাবে। গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়।

এমএন/ ০৬ মে ২০১৮

বিজ্ঞাপন