শ্রী শ্রী দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে রোববার (২০ অক্টোবর) খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এছাড়াও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস কার্যক্রম আগামী ২১ অক্টোবর (সোমবার) থেকে শুরু হবে।
এর আগে গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে জানানো হয়, শ্রী দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৭ অক্টোবর (বৃস্পতিবার) পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দফতর বন্ধ ঘোষণা থাকবে।
অন্যদিকে, রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিসে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম আগামী ২১ অক্টোবর তারিখ থেকে শুরু করার জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।