রাবিতে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত


Abu Saleh Shoeb | Published: 2024-12-18 18:22:57 BdST | Updated: 2025-05-05 06:02:25 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব আরবি ভাষা দিবস। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবন থেকে একটি র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এসে শেষ হয়।

আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দীন এবং অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

বিজ্ঞাপন

এছাড়া 'আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ঐতিহ্য ও উদ্ভাবন' শীর্ষক এক অ্যাকাডেমিক সেমিনার আয়োজন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। এ সেমিনার প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো নিজাম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "আরবি ভাষা ইসলামের প্রতি অনুরাগ থেকে আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছে। এটি প্রাচীনতম ভাষাগুলোর একটি এবং সেমিটিক ভাষার মধ্যে অন্যতম। সময়ের বিবর্তনে অনেক ভাষা বিলুপ্তির পথে থাকলেও আরবি দেড় হাজার বছর ধরে অপরিবর্তিত রয়েছে। কুরআন নাযিলের মাধ্যমে এর শৈলী ও ব্যাকরণ নির্ধারিত হয়েছিল, যা আজও অক্ষুণ্ণ।"

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. জাহিদুল ইসলাম বলেন, "২০১২ সালে ইউনেস্কোর স্বীকৃতির পর থেকে বিশ্ব আরবি ভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ফেস্টুন, ব্যানার তৈরি, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিবসটি পালনের মাধ্যমে বিশ্ব আরবি ভাষাভাষীদের প্রতি শুভেচ্ছা ও বিশ্বশান্তির আহ্বান জানানো হয়।"

অনুষ্ঠানে আরবী বিভাগের অধ্যাপক মো. আবু বকর মূল বক্তব্য দেন। এসময় বিশেষ অতিথি হিসাবে আরবি বিভাগের অধ্যাপক ড. এস. এম. আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ এবং বিভাগের শিক্ষক-কর্মকর্তাসহ বিভাগের চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর ১৯৭৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় আরবি ভাষাকে দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়। ২০১২ সালে ইউনেসকো দিনটিকে স্মরণীয় করে ১৮ ডিসেম্বরকে বিশ্ব আরবি ভাষা দিবস ঘোষণা করে।