শিক্ষক সংকট, ক্লাস নিচ্ছেন ববি উপ-উপাচার্য


Nafis Mohammad | Published: 2024-11-18 15:42:28 BdST | Updated: 2025-01-19 22:12:10 BdST

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) শিক্ষক সংকট থাকায় ক্লাস নিতে শুরু করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সোমবার (১৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১২তম ব্যাচের ক্লাস নিচ্ছেন তিনি।

সমাজকর্ম বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, গত সপ্তাহ থেকে উপ-উপাচার্য তাদের ক্লাস নিচ্ছেন। তিনি প্রতিদিন সকাল ৯ টায় ক্লাস নেন। শিক্ষার্থীরা বলছে, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা দিনের প্রথম ক্লাস টা ভিসি স্যারের পেয়েছি। স্যার খুবই ভালো ক্লাস নেন। ক্লাসে মনেই হয় না যে প্রো-ভিসি স্যার ক্লাস নিচ্ছেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, আমি ঢাবিতে থাকাকালীন একই বিষয়ে ক্লাস নিতাম, এখানে এসে সেটা মিস করছিলাম। পরবর্তীতে একাডেমিক মিটিং করে বিভাগ থেকে আমাকে প্রস্তাবনা দেয়া হলে আমি তা গ্রহণ করি, যেহেতু তাদের শিক্ষক সংকট আছে। বসে থাকার চাইতে সময়টুকুও কাজে লাগছে, তাদের ও উপকার হচ্ছে।