ববিতে প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে প্রতিবাদ।


Nafis Mohammad | Published: 2024-11-26 17:09:23 BdST | Updated: 2025-01-19 23:39:44 BdST

অপসাংবাদিকতা ও একপাক্ষিক সংবাদ প্রচারের জন্য প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে এক প্রতিবাদ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা প্রথম আলোর একপেশে মনোভাবে অপসংবাদ প্রচার এর সমালোচনা করে এবং এসকল অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করার ঘোষণা দেয়।

সমাবেশে অংশগ্রহণকারী দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতার সায়েম বলেন, আমরা মুসলমানরা মরে যাইনি, এখনো জেগে আছি। আজকে আমাদের মুখে দাড়ি থাকার কারণে জঙ্গি ট্যাগ দেয়া হচ্ছে, দুইদিন পর আপনাকেও ট্যাগ দেবে। আমাদের সভ্যতা ও সংস্কৃতি এখনো ম্লান হয়ে যায়নি। এইযে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে প্রতিবাদ করলাম এটা পুরো বরিশাল সহ সারাদেশের জন্য অনুপ্রেরণা।

সমাবেশ শেষে উভয় পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়ে সমাবেশ এর সমাপ্তি ঘটে।