জাতীয় বিশ্ববিদ্যালয়ে রোববারের সব পরীক্ষা স্থগিত


Desk report | Published: 2023-05-13 05:28:37 BdST | Updated: 2024-11-14 13:14:22 BdST

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার ১৪ মে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১২ মে) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সন্ধ্যায় পাঁচ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আগামী রোববার ১৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার ১২ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে সই করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।