আইডিয়াল-ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া


টাইমস অনলাইনঃ | Published: 2017-09-19 16:12:19 BdST | Updated: 2024-11-14 15:07:30 BdST

সহপাঠীকে মারধর করায় রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সড়কে গাড়িতে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের ছাত্ররা।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী অফিসগামী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষক-শিক্ষার্থীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ধানমন্ডি থানা ও নিউমার্কেট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঢাকা কলেজের কয়েক ছাত্রের হাতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী মারধরের শিকার হওয়ায় রাস্তায় নামে তার সহপাঠীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবরে পুলিশ সড়কে অবস্থান নিয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীরা যাতে যানবাহনে ভাঙচুর ও সড়কে ভোগান্তি তৈরি করতে না পারে সেজন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জাগো নিউজ

এমএসএল