আজ ঢাকা কলেজ ও সিটি কলেজ বন্ধ


Desk report | Published: 2024-11-21 10:47:19 BdST | Updated: 2024-12-04 03:11:22 BdST

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সব ক্লাস বন্ধ থাকবে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর)। অনিবার্য কারণবসত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও সিটি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে বুধবার (২০ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

 

ঢাকা কলেজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সব ক্লাস বন্ধ থাকবে। তবে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে সিটি কলেজের বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত বৃহস্পতিবার সব ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে, ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে পুরো এলাকাজুড়ে। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।