রাজধানীর ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৩ এ অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮১২ জন শিক্ষার্থী। আর পাসের হার ৯৮.৬৫ শতাংশ।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী পুরো পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১ হাজার ৮৭ জন। সেই হিসেবে পাসের হার ৯৯.৫৪ শতাংশ।
তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮৩৩ জন, ফেল করেছেন ৫ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন। ফেল করেছেন ২ জন এবং জিপি-৫ পেয়েছেন ৬৬ জন।
মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮২ জন।
ফলের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা আরও ভালো করতে চাই। শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ফল উন্নতির চেষ্টা করা হচ্ছে।