১৮২ দিন পর ক্লাসে ফিরেছেন চবি চারুকলার শিক্ষার্থীরা


CU Correspondent | Published: 2023-05-04 03:38:16 BdST | Updated: 2024-04-25 16:32:12 BdST

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলনের মাঝেই ১৮২ দিন পর ক্লাসে ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেশনজট এড়াতে ক্লাস বর্জন স্থগিত করলেও মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

সংস্কার কাজ ও ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার ২ মে শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে উপস্থিত হয়। বুধবার ৩ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘ক্লাস বর্জন’ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন চারুকলার শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনজটসহ একাডেমিক নানান ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে তারা ‘ক্লাস বর্জন স্থগিত’ করতে বাধ্য হয়েছে।

চারুকলার শিক্ষার্থী জহির রায়হান অভি বলেন, ‘সবার একাডেমিক ক্ষতির কথা বিবেচনা করে আমরা ক্লাসে ফিরে গেলেও মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

গত বছর নভেম্বরে ক্লাস রুমের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া সহ ২২ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় সকল বর্ষের শিক্ষার্থীরা একযোগে ক্লাস বর্জন করে। চলতি বছরের ২৩ জানুয়ারি আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরলেও একাডেমিক ভবনের বাইরে খোলা প্রাঙ্গণে ক্লাস করে শিক্ষার্থীরা। ৩১ জানুয়ারি চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে তালা দিয়ে মূল ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে পুনরায় আন্দোলন শুরু করে তারা।

আন্দোলনের মুখে ২ ফেব্রুয়ারি সিন্ডিকেটের এক জরুরি সভায় চারুকলা ১ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। যা পরে সংস্কারকাজ ও ঈদুল ফিতরের ছুটির জন্য পহেলা মে পর্যন্ত বর্ধিত করা হয়।