ছাত্রলীগের প্রহরায় চলছে চবি শিক্ষকদের বাস


CU Correspondent | Published: 2023-11-06 12:21:55 BdST | Updated: 2024-04-28 00:20:51 BdST

অবরোধ ও হরতালের মধ্যে ছাত্রলীগের প্রহরায় যাতায়াত করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের বাস। ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেলে করে শিক্ষক বাসের সামনে ও পেছনে সতর্ক পাহারা দিয়ে শহর থেকে ক্যাম্পাসে নিয়ে আসেন। ক্লাস শেষে ক্যাম্পাস থেকে শহরে নিয়ে যান।

রোববার (০৫ নভেম্বর) ক্যাম্পাস ও শহরগামী বাসগুলোতে এই নিরাপত্তা দেওয়া হয়।

জানা যায়, অবরোধের মধ্যেই চট্টগ্রামে আলাদাভাবে হরতাল ডাকে বিএনপি। এ কারণে শনিবার রাতে সব শিক্ষক বাস বন্ধ করলেও শিক্ষার্থীদের দাবির মুখে আবার তা চালু করা হয়। হরতালের মধ্যে বাসের যেন ক্ষতি না হয় সেই নিরাপত্তার দায়িত্ব নেয় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। তবে এ ব্যাপারে প্রশাসন থেকে তাদের কাছে কোনো সাহায্য চাওয়া হয়নি।

বাসের নিরাপত্তা দেওয়া অংশটি শাখা ছাত্রলীগের উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারস (সিএফসি)। যার নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মির্জা খবির সাদাফ। সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

মির্জা খবির সাদাফ কে বলেন, কয়েকদিন থেকে হরতাল অবরোধের কারণে বিভিন্ন অনুষদের পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাইলেও নিরাপত্তার অজুহাতে শিক্ষকরা পরীক্ষা বন্ধ রাখেন। পরীক্ষা বন্ধ থাকলে শিক্ষার্থীরা সেশনজটে পড়বে। এমনিতেই চবির অনেক ডিপার্টমেন্ট জটের সমস্যায় ভুগছে। তাই আমরা চাই স্বাভাবিকভাবেই ক্লাস পরীক্ষা চলমান থাকুক। শিক্ষকদের বাসে নিরাপত্তার শংকা থাকলে আমরা আজকের মতো সবসময়ই পাহারা দিতে প্রস্তুত রয়েছি।