'শর্তহীন' হাফ পাসের প্রজ্ঞাপন জারির দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ


Desk report | Published: 2021-12-07 07:25:33 BdST | Updated: 2024-05-17 09:47:14 BdST

নিরাপদ সড়ক ও সারাদেশে শিক্ষার্থীদের জন্য 'শর্তহীন' হাফ পাসের প্রজ্ঞাপন জারিসহ ৯ দফা দাবিতে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গানে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা 'জ্বালো রে জ্বালো আগুন জ্বালো', 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই', 'বিচার বিচার চাই, সড়কে হত্যার বিচার চাই,' 'জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস', 'আইন করে হাফ পাস, দিতে হবে দিয়ে দাও', 'প্রজ্ঞাপন করে হাফ পাস দিতে হবে দিয়ে দাও', 'নয় দফার সংগ্রাম চলছে চলবে' ইত্যাদি স্লোগান দেন।

নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইনজামুল হক রামিম বলেন, গত ৮ নভেম্বর থেকে যে হাফ পাসের দাবিতে আন্দোলন শুরু হয়েছে, ২৩ তারিখে তা নিরাপদ সড়ক আন্দোলনে দানা বাঁধে। আমরা নয় দফা দাবি জানিয়েছি। সরকারের কেউ আমাদের দাবির বিষয়ে কোনো আশ্বাস দেয়নি। বরং আমাদের আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে। আমরা তাদের কাছে এটা আশা করিনি।

কর্মসূচি থেকে আগামী শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারগুলো নিয়ে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।