সশরীরে ক্লাসের দাবিতে ঢাবিতে বিক্ষোভ


du correspondent | Published: 2022-02-09 05:34:55 BdST | Updated: 2024-05-17 09:47:50 BdST

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সশরীরে ক্লাস চালুর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ডাস চত্বরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটির নেতারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা।

এসময় নেতারা করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ, জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিল ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আল কাদেরী জয় বলেন, বাণিজ্য মেলা চলছে, শপিং মল সব খোলা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, মহামারিতে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে। শিক্ষাখাতে বরাদ্দ না দিলে আরও অনেকেই ঝরে যাবে।