উপাচার্যদের দুর্নীতি প্রমাণিত হলে আইনের আওতায় আনা উচিত


du correspondent | Published: 2022-02-13 03:05:58 BdST | Updated: 2024-05-17 08:52:52 BdST

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যেসব উপাচার্যের দুর্নীতি প্রমাণিত হয়েছে, তাঁদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদে এসব কথা বলেন অধ্যাপক আখতারুজ্জামান। গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এই আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘আন্তরিকতার ঘাটতি নেই’ বলেও দাবি করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলেও অনুকূল পরিবেশ তৈরি হলে পরবর্তী ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। তিনি বলেন, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাঠিপেটা, শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়াকে কেন্দ্র করে যা ঘটেছে, তা ছিল অত্যন্ত বেদনার।

শিক্ষক-শিক্ষার্থীর সম্মানজনক সম্পর্ক বজায় রেখে শিক্ষার গুণগত মান বাড়াতে সাতটি সুপারিশ করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। সেগুলো হলো, রাজনৈতিক বিবেচনা পরিহার করে শিক্ষক নিয়োগ দেওয়া, শিক্ষকদের দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা নিরসন করা, রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ বন্ধ করা, ভিন্নমতের শিক্ষার্থীদের সহ-অবস্থান নিশ্চিত করা, শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা, হল সংসদ নির্বাচন যথাসময়ে করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত শিক্ষার্থীদের আইনের আওতায় আনা।