‘পুঁজিবাদী প্রেম’র বিরুদ্ধে সিঙ্গেল সংগ্রাম পরিষদের বিক্ষোভ


DU Correspondent | Published: 2022-02-15 05:29:25 BdST | Updated: 2024-05-17 07:52:54 BdST

বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমকে ‘পুঁজিবাদী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই সমাবেশ করে সংগঠনটির সদস্যরা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি সোয়েব আহম্মেদ সাজিদ বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমরা পালন করছি। এটাকে কেন্দ্র করে দেখা যাবে কিছুদিন পর বিশ্ব হাহাকার দিবস পালন করছি।

বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি শাহারিয়া নাজিম শাওন বলেন, প্রেমের নামে নোংরামি বন্ধ চাই। সকালে একজন, বিকেলে আরেকজনের সঙ্গে প্রেম, এটা পুঁজিবাদী প্রেম।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ তুহিন বলেন, মিথ্যা আশ্বাসে আমরা বিশ্বাসী নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের টিএসসি পরিদর্শকবিষয়ক সম্পাদক শিবলী সাদিক বলেন, টিএসসিতে এসে দেখি আজ একজনের সঙ্গে অন্যদিন আরেকজনের সঙ্গে। এই ধরনের সম্পর্কের পক্ষে আমরা নই। প্রেম পবিত্র। একজনকেই ভালোবাসবো একজনকেই বিয়ে করবো।

সংগঠনটির দপ্তর সম্পাদক আরাফাত হোসেন মাহিন বলেন, আজকে ভালোবাসা দিবসে পাশ্চাত্যের সংস্কৃতিকে ধারণ করছি। অথচ আজ যে সুন্দরবন দিবস রয়েছে সেটা অনেকে জানে না। পুঁজিবাদী প্রেমের স্রোতে আমাদের সমাজ ভাসছে। এটি অত্যন্ত দুঃখজনক। তাই এই প্রেমের তীব্র বিরোধিতা জানাই।

বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের ব্যানারে এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাকিবুল সুজনসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।