ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনা ও অভিনয়ে ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হচ্ছে আজ। চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
‘হে উৎসুক দৃষ্টিপাত, এ তীর্থে আসো যদি হে শ্রীজ্ঞান, কায়ায় কায়ায় সৃজিব, নব নব জীবনের মানুষ-রূপ-আখ্যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আট দিনের এই নাট্যোৎসবে ১৫ জন শিক্ষার্থীর নির্দেশনায় ১৫টি নাটক এবং শিক্ষক নির্দেশিত একটিসহ মোট ১৬টি নাটকের প্রদর্শনী চলবে।
শিক্ষার্থী নির্দেশিত ১৫টি নাটকের মধ্যে পাঁচটি মৌলিক নাটকসহ সাতটি বাংলা ও তিনটি পাশ্চাত্য নাটক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকের প্রদর্শনী শুরু হবে। নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা আসাদুজ্জামান নূরকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।
মুনীর চৌধুরীর কবর নাটক দিয়ে শুরু হবে উৎসব। নাটকটি নির্দেশনা দিয়েছেন তানভীর আহম্মেদ। একই দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে ক্যাম্প। মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প–এর নাট্যরূপ দিয়েছেন শংকরকুমার বিশ্বাস, নির্দেশনা দিয়েছেন দীপম সাহা।
সার্বিক বিষয়ে বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান বলেন, এই নাট্যোৎসবে বিভাগের অনার্স সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা নাটক নির্দেশনা দিচ্ছে। শিক্ষার্থীদের দর্শকভীতি দূর করা ও নাটক নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কী রকম সেটা এই আয়োজনের মাধ্যমে অনেকটাই পরিষ্কার হয় আমাদের কাছে। এটা শুধু নাটক প্রদর্শনীই নয় বরং এটা তাদের একটি কোর্সের পরীক্ষাও বটে।