নিম্নবিত্ত মানুষদের পাশে হাবিপ্রবি ছাত্রলীগ নেতৃবৃন্দ


Desk report | Published: 2024-07-26 11:06:54 BdST | Updated: 2024-09-08 05:30:44 BdST

দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় চলছে কারফিউ। এই পরিস্থিতে নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে ক্যাম্পাস সংলগ্ন বাঁশেরহাট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা নিম্নবিত্ত পরিবারের সদস্যদের কাছে খাবার সামগ্রী তুলে দেন।

হাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন আকাশ বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ ঢুকে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে থামাতে এবং উন্নয়ন কার্যক্রমের বাধাগ্রস্ত করার জন্য উত্তপ্ত পরিবেশের সৃষ্টি করা হয়েছে। অগ্নিসংযোগ রুখতে এবং চলমান পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বর্তমানে কারফিউ জারি করা হয়েছে। ফলে আমাদের দেশের খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, হাবিপ্রবি শাখার পক্ষ থেকে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ সময় সংকটময় এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বানও জানান তিনি।