আবু সাঈদের বাবা-মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাক্ষাৎ, মুঠোফোনে কথা বললেন ভিসি


Desk report | Published: 2024-07-24 20:24:02 BdST | Updated: 2024-09-08 05:26:57 BdST

কোটা আন্দোলনে দেশে প্রথম নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল। এ সময় নিহত সাঈদের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিুবর রশীদ।

জানা যায়, গত ২১ জুলাই নিহত আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে পীরগঞ্জে তাদের বাড়িতে দেখা করতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাঈদের কবর জিয়ারত শেষে তার বাড়িতে যান দলটি। এ সময় বাড়িতে তার বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে কথা বলেন তারা। সেখানে সাঈদের বাবা মায়ের সঙ্গে তার বড় ভাই, বোন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সাঈদের বৃদ্ধ বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ। কথা বলার সময় সাঈদের বাবা ভিসির কাছে দুইটি দাবি উপস্থাপন করেন। এগুলো হল- আবু সাঈদকে গুলি করা ব্যক্তিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা এবং তার বোনকে চাকরির ব্যবস্থা করে দেয়া। এ সময় ভিসি দুটি দাবি পূরণের আশ্বাস দেন, পাশাপাশি তাদেরকে আর্থিক সহযোগীতা দেয়ারও প্রতিশ্রুতি দেন।

প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ভিসি মহোদয়ের নির্দেশে আমরা আমাদের সন্তানসম নিহত সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাত করি। তার বাবার সঙ্গে ভিসি মহোদয় কথা বলেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সব সময় সাঈদের পরিবারের পাশে থাকবে বলেও জানান প্রক্টর।