মুন্সিগঞ্জের শ্রীনগরে নারীকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে খুন হওয়া স্কুলছাত্র কিশোর নীরব হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
সোমবার (১২ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ব্রেভম্যান ক্যাম্পেইন’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নীরব হত্যার বিচার এবং নারীর প্রতি সহিংসতা রোধসহ সহিংসতার প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে নারী সহিংসতা প্রতিরোধের বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
‘ব্রেভম্যান ক্যাম্পেইন’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ করলে দিনে দিনে প্রাণ দিতে হচ্ছে সাহসী প্রতিবাদী তরুণদের। সহিংসতায় প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারী সহিংসতা বেড়ে যাবে।
জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহনা বলেন, নারী সহিংসতা রোধে পুরুষরাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু এভাবে নীরবের মতো সাহসী প্রতিবাদকারী পুরুষদের অগ্রযাত্রা রোধ করে সমাজে নারী-পুরুষের দূরত্বকে বিরাজমান রাখার হীন পরিকল্পনা চলছে। আমাদের প্রতিবাদই এ ধরনের ঘৃণিত কর্মকাণ্ড রুখে দেবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্রান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজের নেতৃত্বে ২০১২ সালে যাত্রা শুরু করে ব্রেভমান ক্যাম্পেইন। সংগঠনটি মূলত বাংলাদেশের তরুণ যুবকদের সম্পৃক্ত করে নারীর বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন সহিংসতার প্রতিরোধ করে থাকে। BRAVE MAN ক্যাম্পেইন ইতোমধ্যে বাংলাদেশের ১০ জেলার পাঁচ শতাধিক স্কুলের বাচ্চাদের সাথে কাজ করছে এবং এটি দেশে ও বিদেশে পুরস্কার লাভ করেছে।