হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ঢাবির নতুন ভিসির


DU Correspondent | Published: 2024-09-01 09:10:45 BdST | Updated: 2024-09-15 04:52:25 BdST

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তিনটি আবাসিক হল পরিদর্শন করেছেন। শনিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হল পরিদর্শন করেছেন তিনি।

এসময় উপাচার্যের সাথে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে মত বিনিময় ও সার্বিক পরিস্থিতি জানতে তিনি এই পরিদর্শনে গিয়েছিলেন বলে জানা গেছে।

জানা যায়, হলগুলোতে গিয়ে ঢাবি উপাচার্য শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়া হলগুলোর হাউস টিউটররাও সার্বিক বিষয়ে উপাচার্যকে অবহিত করেন।

বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী রউফুল আলম বলেন, স্যার আজ বিকালে আমাদের হলে এসেছিলেন। হলের সার্বিক পরিস্থিতি জেনেছেন৷ শিক্ষার্থীদের যা যা সমস্যা আছে সবকিছু সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়া, দ্রুত প্রভোস্ট নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন।

জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী জাকারিয়া আহমেদ জুনেদ বলেন, ভিসি স্যার হলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। সকল শিক্ষার্থীদের কথা শুনে তাদের মনোভাব বুঝে সেই আলোকে হল ও ডিপার্টমেন্টের কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের পরামর্শ শুনে স্যারদের সাথে আলোচনা করে ভারসাম্য সিদ্ধান্ত নেবেন। এজন্য স্যার শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা চান এবং স্যার শিক্ষার্থীদের মতামতকে সবার আগে রাখবেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, আজ উপাচার্যসহ আমরা তিন হলে গিয়ে শিক্ষার্থী ও হাউস টিউটরদের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীরা কেমন হল দেখতে চায়, প্রভোস্ট ছাড়া তারা কীভাবে অর্গানাইজ করে চলছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়।