জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ঢাবিতে ফুটবল টুর্নামেন্ট


DU Correspondent | Published: 2024-10-13 12:09:49 BdST | Updated: 2025-05-29 10:36:10 BdST

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় মর্নিং রাইডার্সের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ২.০ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’।

রোববার (১৩ অক্টোবর) মর্নিং রাইডার্সের একজন সদস্য রুহুল আমিনের সাথে কথা বলে জানা যায়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, জুলাই বিপ্লবীদের স্পিরিট সামাজিক এবং সাংস্কৃতিকভাবে ছড়িয়ে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে সোশ্যাল এওয়ারনেস বৃদ্ধি করা।

বিজ্ঞাপন

 

রুহুল আমিন বলেন, ফুটবল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখে, তাই এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। এছাড়া, এটি একটি মঞ্চ হিসেবে কাজ করবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।

এই শিক্ষার্থী বলেন, মর্নিং রাইডার্স তাদের এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া ও সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে। আয়োজকরা আশা করছেন, এই ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় রচনা করবে এবং সামগ্রিকভাবে তরুণ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

বিশাল এই আয়োজনে চ্যাম্পিয়ন টিমের জন্যে পুরস্কার হিসেবে থাকছে নগদ ৩০ হাজার টাকা, রানার্স আপ টিমের জন্যে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারী টিমের জন্যে থাকছে ১০ হাজার টাকা। এন্ট্রি ফি- ২০০০ টাকা।

বিজ্ঞাপন

খেলা শুরুর সম্ভাব্য তারিখ ১ নভেম্বর ২০২৪।

 

অংশগ্রহণকারী সবার জন্য থাকবে টি-শার্ট। খেলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।