এমপিওভুক্ত শিক্ষকদের আগস্টের বেতনের চেক ব্যাংকে


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-31 16:34:42 BdST | Updated: 2024-05-20 02:36:44 BdST

এমপিওভুক্ত বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর আগস্টের বেতন-ভাতার চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে। বুধবার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার এমপিওভুক্ত সব স্কুল-কলেজের বেতন-ভাতার আটটি চেক অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। যার স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০২.২০১৭.৬১২৬৪। সরকারি অংশের চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড (প্রধান কার্যালয়ে) ও জনতা ও সোনালী বাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

মাউশির উপ-পরিচালক (অর্থ) মো. শফিকুল ইসলাম সিদ্দিকি বলেন, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের সংশ্লিষ্ট শাখা ব্যাংক হিসাব হতে আগস্টের সরকারি অংশের বেতন-ভাতা উত্তোলন করতে হবে। উল্লেখিত সময়ের পর সে অর্থ তোলা সম্ভব হবে না বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের চেক প্রদান করা হয়।

টিআই/ ৩১ আগস্ট ২০১৭