
জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (বিএনটিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের রোজমেরি হলে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ লিয়াকত আলী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন মকবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ নূরে আলম নীরব, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যাপক আশরাফ আলী সুমন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোজাম্মেল পাটোয়ারী, মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.হাসিবুর রহমান ও শিক্ষক প্রতিনিধি, মহিলা কলেজের সহকারী অধ্যাপক শেখ ফরিদ হোসেন, লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, ম্যাক জিনিয়াস স্কুলের প্রতিষ্ঠাতা মো. কামরুল হাসান প্রমুখ।
কামরুল হাসান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ভিশনারি লিডার ছিলেন। ১৯৭৭ সালের ৩০ এপ্রিল আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি হিসেবে ১৯ দফা কর্মসূচি গ্রহণ করেন। সেখানে রাষ্ট্রের সব সংস্কারের উপাদান ছিল। শিক্ষকরা হচ্ছে সমাজের দর্পণ, তাদের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে জিয়াউর রহমান কত ভিশনারি লিডার ছিলেন।