একই প্রশ্নে সব বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষা


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-26 01:41:48 BdST | Updated: 2025-03-16 20:32:14 BdST

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সব শিক্ষাবোর্ডের ছাত্রছাত্রী পাবে একই প্রশ্ন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

সচিব সোহরাব হোসাইন বলেন, ‘সারাদেশে শিক্ষার মান যেন একই হয় সেজন্য এসএসসি পরীক্ষায় সব বোর্ডে অভিন্ন প্রশ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আলোচনা হয়েছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্ন থাকার কারণে শিক্ষার মান একইরকম থাকে না। এজন্য শিক্ষার্থীরা এবার একই প্রশ্নে পরীক্ষা দেবেন।’

বৈঠকে আরও ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, এএসসি ও সমমানের পরীক্ষার অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পর্যন্ত এ ধরনের প্রতিষ্ঠান খোলা থাকতে পারবে না।

এমএন/ ২৫ জানুয়ারি ২০১৮