চুল রঙ করতে বাধ্য করায় ছাত্রীর মামলা!


বিশ্ব টাইমস | Published: 2017-10-28 16:44:05 BdST | Updated: 2024-05-17 12:02:15 BdST

জাপানের ১৮ বছর বয়সী এক ছাত্রী লোকাল গভর্নমেন্ট এর বিরুদ্ধে মামলা করেছে। আর তার কারণ হলো তাকে জোর করে একাধিকবার চুল রঙ করতে বাধ্য করেছে তার স্কুল।

মেয়েটির চুল প্রাকৃতিক ভাবেই বাদামি রঙের। কিন্তু তার চুলগুলোকে জোরপূর্বক কালো রঙ করতে বাধ্য করা হতো স্কুল থেকে। যদি রঙ না করে, তাহলে স্কুলের নিয়ম অমান্য করার অপরাধে স্কুল থেকে তাকে বের করে দেয়া হবে বলেও বলা হয়েছে। একাধিকবার ক্ষতিকর রঙ ব্যবহার করার কারণে মেয়েটির চুল এবং মাথার ত্বকের ক্ষতি হয়েছে।

কাইফুকান হাই স্কুল থেকে বলা হয়েছে, স্কুলের শিক্ষার্থীরা যাতে চুলে রঙ কিংবা ব্লিচ ব্যবহার করে কালো রঙ পরিবর্তন না করে, সেজন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। মেয়েটির মা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন যে মেয়েটির চুল রঙ করা নয় বরং প্রাকৃতিক ভাবেই বাদামী। কিন্তু তার পরেও স্কুল কর্তৃপক্ষ মেয়েটিকে জোর করছিল তার চুল রঙ করে কালো করার জন্য।

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে মেয়েটি স্কুলে যায়নি। ক্ষতিপূরণ হিসেবে মেয়েটি ১৯৩০০ ডলার দাবী করেছে। কাইফুকান হাই স্কুলের প্রধান শিক্ষক মাসাহিকো তাকাহাশি এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

জাপানের অধিকাংশ স্কুলেই চুলের রঙ, মেকআপ কিংবা স্কার্ট কতটুকু লম্বা সেই বিষয়ে অনেক কড়া নজর রাখা হয়। একটি সংবাদপত্রের জরিপে দেখা গিয়েছিল যে ৬০% হাই স্কুলেই প্রাকৃতিক ভাবে হালকা রঙ এর চুল যাদের, তাদেরকে প্রমাণ দিতে হয়েছে যে তারা চুল রঙ করেনি। প্রমাণ হিসেবে ছোট বেলার ছবি জমা দিতে হয়েছে তাদেরকে। সূত্র: বিবিসি।

টিআই/ ২৮ অক্টোবর ২০১৭