বাণিজ্যিকভাবে রোবট আর ড্রোন তৈরি করছে চীনের শিক্ষার্থীরা


বিশ্ব টাইমস | Published: 2017-11-08 16:43:36 BdST | Updated: 2024-05-17 13:03:39 BdST

বাণিজ্যিকভাবে রোবট আর ড্রোন তৈরি করছে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবটিক সায়েন্সের শিক্ষার্থীরা। স্কুল থেকেই এই কার্যক্রমে দক্ষ হয়ে উঠছে তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, লেখাপড়া শেষ করার আগেই বিশ্বের শীর্ষ কোম্পানীগুলোতে চাকরি হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

চীনের সিনইয়াং প্রদেশের লিউইং ইউনিভার্সিটি অব টেকনোলজি অটোমোবাইলস প্রথম বর্ষের কয়েক জন শিক্ষার্থী তৈরি করছে একটি বিশেষ গাড়ি। জায়গা পরিবর্তন না করেই গাড়িটি যে কোনো প্রান্তে নেয়া সম্ভব।

এর পাশেই অটোমেশনের এই পদ্ধতিও তৈরি করেছে শিক্ষার্থীরা। সেখানেই দেখা বাংলাদেশের এভিয়েশন নিয়ে কাজ করা একজন উদ্যোক্তার। পাশের ভবনেই রোবটিক সায়েন্সের একটি শ্রেণী কক্ষ। ছুটির দিন থাকায় সেটিই দেখানো হয়। রোবট তৈরিতে সুনাম আছে এই বিশ্ববিদ্যালয়ের। আর এমন ড্রোন এখন বাণিজ্যিক ভাবেই তৈরি করে এই বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, ২০৩০ সালের আগেই কারিগরি শিক্ষায় পৃথিবীর শীর্ষে অবস্থান করবে চীন।

এসজে/ ০৮ নভেম্বর ২০১৭