ইরানে প্রাথমিক স্কুলে ইংরেজি নিষিদ্ধ ঘোষণা


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-08 04:49:54 BdST | Updated: 2024-05-17 11:29:59 BdST

সাংস্কৃতিক আগ্রাসন রুখতে ইরানে প্রাথমিক শিক্ষায় ইংরেজি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির বিশেষ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।  

প্রাথমিক পর্যায়ের ইংরেজি শিক্ষা বন্ধের প্রয়োজনীয়তা প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, প্রাথমিক পর্যায়ে ইংরেজি শেখানো মানে শিশুদের মাঝে পশ্চিমা সংস্কৃতির প্রতি ঝোঁক সৃষ্টি করা।

ইরানের উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিলের প্রধান মেহেদি নাভিদ-আদনান বলেন, এখন থেকে সরকারি বা বেসরকারি পর্যায়ে প্রাথমিকে ইংরেজি শেখানো অবৈধ করা হয়েছে। এটি এখন বেআইনি কাজ।

 

রয়টার্স

বিডিবিএস