কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত: মমতার ডি-লিট নিয়ে সমালোচনা


kolokata Times | Published: 2018-01-14 04:50:29 BdST | Updated: 2024-05-17 11:29:55 BdST

১১ জানুয়ারি বৃহস্পতিবার নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি-লিট সম্মান দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাতে ডিলিট প্রদান করেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। 

সাংস্কৃতিক, সাহিত্যিক ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ডিলিট প্রদান করা হল মুখ্যমন্ত্রীকে।

এদিন সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য সম্মানিত ব্যাক্তিবর্গ।

তবে মমতাকে দেয়া এই ডি-লিট ডিগ্রী নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকে মমতার পক্ষে বলছেন, অনেকে আবার বলছেন, মমতাকে এ সম্মাননা দেয়ার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় ন্যাক্কারজঙ্ক ইতিহাস সৃষ্টি করলো।  

এদিকে পদক নেয়ার সময় আবেগে ভারি হয়ে উঠে মমতার বক্তব্য।  তিনি বলেন, আপনারা আমাকে যে সম্মান দিলেন তা আজীবন মনে রাখব। অনেকে চেয়েছেন আমি যেন এ সম্মাননা নিতে আসতে না পারি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যত বাধাই আসুক আমি এখানে আসবই। আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। এটা আমার জন্য গর্বের।  

সিপিএম নেতা বিমান বোস বলেছেন, বিশ্ববিদ্যালয় কোন রাজনৈতিক জায়গা নয়। তিনি সমাবর্তনে যে বক্তব্য দিয়েছেন তা ইতিহাসে বাধাই করে রাখার মত। পুরাই রাজনৈতিক বক্তব্য দিয়েছে।  

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট দেওয়া নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্কও। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট দিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ক্ষুণ্ণ হবে, এই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জুগোপাল মুখোপাধ্যায়। তবে সেই মামলা-বিতর্ক দূরে সরিয়ে রেখেই আজ সাম্মানিক ডি.লিট-এ ভূষিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও সাম্মানিক ডক্টরেট-এ সম্মানিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও ডি'লিট প্রদান করে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি'লিট সম্মান পেতে চলেছেন।

এর আগে ভাষাচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, চিত্র পরিচালক সত্যজিত রায়, মৃণাল সেন, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, ঐতিহাসিক রোমিলা থাপার, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এই সম্মানে সম্মানিত করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

এছাড়াও, সমাজতাত্ত্বিক নোয়াম চমস্কি এবং নোবেলজয়ী নেলসন মেন্ডেলাকে ডি'লিট প্রদান করে সম্মানিত করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

এদিকে, বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শীগ্রই সম্মাননা ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বিডিবিএস