শিক্ষিকাকে ঘুষি দেয়ায় ৭ বছরের শিশু গ্রেফতার!


টাইমস ডেস্ক | Published: 2018-01-29 22:07:38 BdST | Updated: 2024-05-17 12:43:00 BdST

স্কুলের ক্যাফেটেরিয়ায় নিজের খাবার না খেয়ে সেটা দিয়ে খেলছিলো এক শিশু। শিক্ষিকা তা দেখে তাকে ক্যাফেটেরিয়া থেকে বের করে দিলেন। এতে ওই শিক্ষকের প্রতি ক্ষেপে যায় ৭ বছরের শিশুটি। দৌড়ে গিয়ে উপর্যুপরি কিল-ঘুষি শুরু করে ওই শিক্ষিকার পিটে।

বাচ্চাটিকে দমাতে ঢাকা হয় পুলিশ। তারা এসে একেবারে পরিয়ে দেয় হাতকড়া! যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ঘটা এ ঘটনার খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

পুলিশ বাচ্চাটির মানসিক অবস্থা যাচাইয়ের জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে অবশ্য সেখান থেকে তাকে ছেড়ে দেয়া হয়। পুলিশ বলছে, স্কুল কর্তৃপক্ষের আচরণে কোনো সমস্যা নেই। যথাযথ কারণেই তারা পুলিশকে ডেকেছেন।

তবে বাচ্চাটির মা-বাবা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। মা মেরি আলভারেজ বলেছেন, তার সন্তানকে নিয়ে বাড়বাড়ি করেছে নিরাপত্তাকর্মীরা। তাকে হাতকড়া পরানো হয়েছে, যা মোটেও ঠিক হয়নি। বাবা বলেন, ‘আমার ছেলে ভুল করেছে এটা ঠিক। কিন্তু এজন্য পুলিশ যা করেছে তা বাড়াবাড়ি।’

তারা এ ঘটনায় নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

বাচ্চাটিকে হাতকড়া পরিয়ে হাঁটার দৃশ্য মেরি তার মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

আরএম/ ২৯ জানুয়ারি ২০১৮