স্কুলে পুরুষের 'নোংরা' স্পর্শ সম্পর্কিত ছাত্রীদের স্পেশাল ক্লাস


টাইমস ডেস্ক | Published: 2018-01-31 16:56:44 BdST | Updated: 2024-05-17 10:50:59 BdST

যত দিন যাচ্ছে, তত সামনে আসছে মেয়েদের নিরাপত্তাহীনতা। শুধু প্রাপ্তবয়স্করাই নয়, শিশুরাও বিকৃত যৌন লালসার শিকার হচ্ছে। আর নারীদের প্রতি সহিংসতার পরিমাণ তুলনামূলক ভাবে বেশি।

সম্প্রতি কলকাতার জিডি বিড়লা স্কুলে একরত্তি ছাত্রী যৌন নিগ্রহের শিকার হয়। এই ধরনের ঘটনা রুখতে উদ্যোগ নিল চেতলা উচ্চ বালিকা বিদ্যালয়।

যেভাবে ছোট শিশুরাও যৌন নিগ্রহের কবলে পড়ছে, তাতে এই ছোট বয়স থেকেই ছাত্রীদের সচেতন হওয়া উচিত। এমনই মনে করেন স্কুলের প্রধান শিক্ষিকা। সেই জন্যই মঙ্গলবার স্কুলে ডাকা হয়েছিল মনোবিদদের।

স্কুলে উপস্থিত ছাত্রীদের এদিন গুড টাচ ও ব্যাড টাচের মধ্যে ফারাক বোঝানো হয়। কোনও ব্যক্তি কী কারণে, কী ভাবে স্পর্শ করছে, তা বোঝার জন্য শিক্ষা দেন শিক্ষক ও মনোবিদরা।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীরা এই ক্লাসে উপস্থিত ছিল। তাদের পুতুল ও প্লাস্টিক মডেলের মাধ্যমে সচেতন করেন মনোবিদরা।

প্রধান শিক্ষিকার বক্তব্য, প্রতিটি স্কুলেই এভাবে ছোট বয়স থেকেই পড়ুয়াদের সচেতন করা উচিত। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও।

এসএস/ ৩১ জানুয়ারি ২০১৮