মোদীর ‘পাকুড়া-বক্তব্যে’র প্রতিবাদকারী ১০ ছাত্র আটক


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-06 03:04:55 BdST | Updated: 2024-05-17 10:09:57 BdST

‘পাকুড়া বিক্রি করা আর বেকার থাকা সমান কথা’–এহেন বেফাঁস উক্তি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকজন তার এই উক্তিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়নি।

নানা মহল থেকে এর প্রতিবাদ অব্যাহত আছে। রোববারও কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র সমাবর্তন ক্যাপ ও নির্দিষ্ট পোশাক গায়ে চাপিয়ে রাস্তার ধারে পাকুড়া বিক্রি করতে বসে যাওয়ায় পুলিশ তাদের ১০জনকে ধরে নিয়ে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সোমবার জানায়, মোদী সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পাকুড়া বিক্রেতাদের হেয় করে যে বক্তব্য রাখেন, তার প্রতিবাদেই এই ছাত্ররা রাস্তার পাশে পাকুড়া বিক্রি করতে বসে যায়। এর কয়েক গজ দূরেই প্যালেস গ্রাউন্ডে বিজেপির এক বিশাল সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটক রাজ্যের নির্বাচনকে সামনে রেখেই বিজেপির এই সমাবেশে যোগ দেন মোদী।

ছাত্রদের এই প্রতিবাদকে সেখানকার পুলিশ প্রধানমন্ত্রী মোদীর প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ হিসেবে গণ্য করে এদের অন্তত ১০ জনকে ধরে নিয়ে যায়।

মোদীর উপস্থিতির কারণে সমাবেশস্থলের আশপাশে মোট ২২০০ পুলিশ মোতায়েন রাখা হয়। মোদীর আগমনের কারণে শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আটক ১০ ছাত্রকে পরে ছেড়ে দেয়া হয়েছে, নাকি এদের নামে অভিযোগ গঠন করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

 

বিডিবিএস