অকৃতকার্যদেরও পাশ করাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় !


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-07 19:19:20 BdST | Updated: 2024-05-17 10:51:01 BdST

ফেল করা শিক্ষার্থীদের সবাই পাশ ! হ্যাঁ এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘বিএ-বিএসসি পার্ট ওয়ান’ পরীক্ষায় ফেল করা সবাইকে পাশ করাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর এ উদ্দেশ্যে নব্য জারিকৃত কিছু বিধানও বাতিল করা হচ্ছে । মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সোনালি চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুরোধে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এ বছর বিএ-বিএসসি পার্ট ওয়ান পরীক্ষায় ফেলের নজির গড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রায় ৫৭ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হন এ বার। অনার্সের রেজাল্ট আগেই দেখা গিয়েছিল ওয়েবসাইটে। এ বারে পাস পরীক্ষার ফল বেরতেই দেখা যায় বিপর্যয়। দেখা গিয়েছে, অনার্সে ভাল ভাবে পাশ করলেও অধিকাংশ পরীক্ষার্থী পাস সাবজেক্টে ফেল করে।

নতুন বিধিতে বলা ছিল, অনার্সে পাশ করলেও, পাসের বিষয়গুলিতে অকৃতকার্য হলে সেই ছাত্র ফেল করেছে বলেই ধরা হবে। সেই নিয়মেই এই ফল প্রকাশ করা হয়।

এ নিয়ে ছাত্রছাত্রীর ক্ষোভ প্রকাশ করলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রথমে বিষয়টিতে ঢুকতেই চাননি। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে যুব তৃণমূল কংগ্রেসের সমাবেশ মঞ্চ থেকে এত বেশি ফেল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এবং ফেল করা পরীক্ষার্থীদের স্বার্থ দেখার জন্য শিক্ষামন্ত্রীকে ‘অনুরোধ’ করেন।

এর পরে এদিন জানিয়ে দেওয়া হল— ফেল করা পড়ুয়ারা পাশ করে যাবেন। নতুন নিয়ম বাতিল। পুরনো নিয়মে পাসের বিষয়গুলির জন্য ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন ফেল করা পড়ুয়ারা।

পুরনো নিয়মে এটাই ছিল যে, পাসের বিষয়গুলিতে অকৃতকার্য হলেও, অনার্সের বিষয়ে পাশ করলেই কৃতকার্য বলে দেখানো হবে। কিন্তু পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাসের বিষয়গুলিতে উত্তীর্ণ হতে হবে।

 

বিডিবিএস